ইতিহাস এবং ঐতিহ্যের সাথে শিক্ষকগণের অবদান স্মরণীয়

সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রফেসর হোসাইন আহমেদ

| বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ১০:৪৫ পূর্বাহ্ণ

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর চট্টগ্রামের পরিচালক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহী বলেন, ইতিহাস এবং ঐতিহ্যের সাথে শিক্ষকগণের অবদান স্মরণীয়। মুক্তিযুদ্ধের শুরু থেকে আজ অবদি শিক্ষকগণ অনেক ত্যাগ তিতিক্ষার মাধ্যমে, পাওয়া না পাওয়ার বেদনা নিয়ে, মানুষ গড়ার কারিগর হিসেবে দেশের সুনাগরিক গড়তে পরিশ্রম দিয়ে যাচ্ছেন। এবং আজ যারা কর্মজীবন হতে অবসরে যাচ্ছেন তারাও তাদের কর্মের মাধ্যমে শিক্ষাঙ্গণে আজীবন শ্রদ্ধাশীল হয়ে স্মরণীয় ও বরণীয় হয়ে থাকবেন।
বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ চট্টগ্রাম বিভাগের উদ্যোগে চট্টগ্রাম প্রেসক্লাবের এস. রহমান হলে আয়োজিত মহান বিজয় দিবস ও সদ্য অবসর প্রাপ্ত শিক্ষকগণের বিদায়ী সম্মাননা প্রধান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
সংগঠনের চট্টগ্রাম বিভাগের সভাপতি ড. মো. মোজাহেরুল আলমের সভাপতিত্বে প্রভাষক ফজিলাতুন্নেছা ডলির সঞ্চালনায় সংগঠনের চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দাশ স্বাগত বক্তব্য রাখেন। প্রধান আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটি আতাউর রহমান। বিশেষ আলোচক ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ড. এম. আহমদ আলী মল্লিক। বক্তব্য রাখেন অধ্যাপক মনোজ কুমার দে, মো. বেলাল উদ্দিন, জোবাইদা খাতুন, নুরুল মোমেন, সন্তোষ কুমার শীল, ভবতোষ বিশ্বাস, মিল্টন রায় চৌধুরী ও তাজুল ইসলাম চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধফেস্টিভাল ফটোগ্রাফির প্রদর্শনী
পরবর্তী নিবন্ধপ্রবর্তক সংঘ এলামনাই এসোর মতবিনিময় সভা