ইতিহাসের জ্বলন্ত সাক্ষী মহররম মাস

কাট্টলীতে কারবালা মাহফিলে বক্তারা

| শনিবার , ৬ আগস্ট, ২০২২ at ৩:৪৯ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে ও আলহাজ্ব হোসনে আরা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় নগরীর উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা হাকিম কলেজ চত্বরে ষষ্ঠ দিনের মত অনুষ্ঠিত হয়েছে আহলে বায়তে রাসুল (দ.) স্মরণে শোহাদায়ে কারবালা মাহফিল।
আহলে বায়তে রাসূল (দ.) স্মরণে ও মহররমের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে দশদিনব্যাপী ধারাবাহিকভাবে চলছে আহলে বায়তের উপর আলোচনা স্মৃতিচারণ, খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক মোহাম্মদ সারওয়ার আলম। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর হাজীগঞ্জ ইমামে রাব্বানী দরবার শরীফের পীরজাদা আল্লামা সাইয়্যেদ মাখদুম শাহ আল মাদানী (ম.জি.আ)। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, চান্দগাঁও নজিরিয়া নঈমিয়া মাহমুদিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সৈয়দ নুর মুহাম্মদ আল কাদেরী, এমপি কাসেম মাস্টার জামে মসজিদের পেশে ইমাম আবু তাহের নেজামী, তাহের মনজুর সুন্নিয়া মাদ্রাসার শিক্ষক মাওলানা মোহাম্মদ আব্দুল মালেক, মাওলানা মোহাম্মদ রিয়াজ হোসাইন প্রমুখ। উপস্থিত ছিলেন, মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক নিজামুল আলম রাজু ও মোহাম্মদ ফারুক আজম। অনুষ্ঠান সঞ্চালনা করেন, জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা সৈয়দ ইউনুছ রজবি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ইতিহাসের এক জ্বলন্ত সাক্ষী মহররম মাস। মহররম মাসের নামকরণ থেকেই প্রতীয়মান হয় এ মাসটি মর্যাদাপূর্ণ ও তাৎপর্যপূর্ণ। অনেক ইতিহাস-ঐতিহ্য ও রহস্যময় তাৎপর্য নিহিত রয়েছে এ মাসকে ঘিরে, সঙ্গে সঙ্গে ইসলামের সেই যুগে এ মাসে যুদ্ধ-বিগ্রহ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ছিল, এসব কারণেই এ মাসটি মর্যাদাপূর্ণ। তাই এ মাসের নামকরণ করা হয়েছে মহররম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে জালিয়াতি মামলায় দলিল লেখক গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ ও সহযোগিতা বন্ধ করছে চীন