ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে

লোহাগাড়া সাতকানিয়া নাগরিক পরিষদের সমাবেশে শামসুল ইসলাম

| শুক্রবার , ৩০ জানুয়ারি, ২০২৬ at ৫:৪০ পূর্বাহ্ণ

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম বলেছেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের শিকড় উপড়ে ফেলতে এবং দেশে ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতে হবে। গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় নগরীর একটি কনভেনশন হলে লোহাগাড়া সাতকানিয়া নাগরিক পরিষদের উদ্যোগে প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রীতি সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. আবু বকর রফিক আহমদের সভাপতিত্বে নাগরিক পরিষদের সদস্য সচিব মাহফুজুর রহমানের সঞ্চালনায় সমাবেশে স্বাগত বক্তব্য দেন, বার আউলিয়া ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. শফিক আহমদ। প্রধান বক্তা ছিলেন, সাবেক এমপি শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান, দক্ষিণ জেলা জামায়াতের সাবেক আমির অধ্যাপক জাফর সাদেক, মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম, দক্ষিণ জেলা আমির আনোয়ারুল আলম চৌধুরী, শিবিরের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহীম, মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী ফয়সল মুহাম্মদ ইউনুছ। বক্তব্য দেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নেতা মুহাম্মদ ইসহাক, মহানগরীর সভাপতি এস এম লুৎফুর রহমান, মাহমুদুল হক, মুহাম্মদ নুরুল আমিন, সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি হাসান আলী, অ্যাডভোকেট জসিম উদ্দীন সরকার, সাহিত্যিক মোয়াজ্জেম হোসেন, আবু তাহের, মুহাম্মদ হারুন প্রমুখ। প্রধান অতিথি আরও বলেন, সাতকানিয়া লোহাগাড়ার জনগণের হৃদয়ের স্পন্দন শাহজাহান চৌধুরীকে বিজয়ী করার লক্ষ্যে এলাকার প্রতিটি ঘরে ঘরে দাঁড়িপাল্লার বিজয় নিশ্চিত করতে হবে। এবারের নির্বাচনের স্লোগান, ঐক্যবদ্ধ বাংলাদেশ। প্রধান বক্তা শাহজাহান চৌধুরী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে জনগণের জন্য সব করা চেষ্টা করেছি। নিজের জন্য কিছু অতীতেও করিনি, ভবিষ্যতেও কিছু করতে হবে না। আগামীতেও নির্বাচিত সরকারের মাধ্যমে চট্টগ্রামকে বিশ্বের মডেল হিসেবে ফুটিয়ে তোলার জন্য নিজেকে উৎসর্গ করবো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারার মানুষের ভাগ্য পরিবর্তনে নিজেকে উৎসর্গ করতে চাই
পরবর্তী নিবন্ধবোয়ালখালীতে প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা