চট্টগ্রাম কাস্টমসে ইতিবাচক ধারায় চলছে রাজস্ব আহরণ। কাস্টমসের ইতিহাসে গত ২০২০-২০২১ অর্থবছরে প্রথমবারের মতো ৫০ হাজার কোটি টাকারও বেশি রাজস্ব আদায় হয়। চলতি ২০২১-২০২২ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ইতোমধ্যে রাজস্ব আদায় হয়েছে ৩২ হাজার ৪০২ কোটি টাকা। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৬ হাজার ৬৫৮ কোটি টাকা বেশি। কাস্টমস কর্মকর্তারা বলছেন, অর্থবছর শেষ হতে আরো ৫ মাস বাকি আছে। চলতি বছর রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও এটি অনেকটা জোর দিয়ে বলা যায়, রাজস্ব আদায়ের দিক থেকে গত অর্থবছরকে ছাড়িয়ে যাবে কাস্টমস। জানা গেছে, অভ্যন্তরীণ রাজস্ব আদায়ের বৃহৎ প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টমসে আমদানি-রপ্তানি কার্যক্রম বেড়েছে। এছাড়া করোনাকালীন অনেক উচ্চ শুল্কের পণ্য আমদানি বন্ধ ছিল, সেগুলোর আমদানিও এখন স্বাভাবিক হচ্ছে। যার ফলে রাজস্ব আদায়ে গতিও বেড়েছে। এছাড়া কাস্টমসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার তৎপরতার কারণে মিথ্যা ঘোষণায় আটক চালান থেকে রাজস্ব আদায়ের হারও বাড়ছে।
কাস্টমস কর্তারা জানান, চলতি অর্থবছরে চট্টগ্রাম কাস্টমসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬৫ হাজার ৪৩৫ কোটি টাকা। সে হিসেবে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৭ হাজার ৩১৪ কোটি টাকা। অপরদিকে মাসভিত্তিক হিসেবে অর্থবছরের জুলাই মাসে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ধরা হয় ৪ হাজার ৯৮১ কোটি টাকা, আগস্ট মাসে ৫ হাজার ২৯৯ কোটি টাকা, সেপ্টেম্বর মাসে ৪ হাজার ৪৫১ কোটি টাকা, অক্টোবর মাসে ৫ হাজার ৩৭৪ কোটি টাকা, নভেম্বর মাসে ৬ হাজার ৩৭ কোটি টাকা, ডিসেম্বর মাসে ৫ হাজার ৪২৮ কোটি টাকা, জানুয়ারি মাসে ৫ হাজার ৭০৭ কোটি টাকা, ফেব্রুয়ারি মাসে ৪ হাজার ৯৪৩ কোটি টাকা, মার্চ মাসে ৫ হাজার ৫৫৮ কোটি টাকা, এপ্রিল মাসে ৬ হাজার ৩২৬ কোটি টাকা, মে মাসে ৬ হাজার ২০০ কোটি টাকা এবং জুন মাসে ৫ হাজার ১৩২ কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা ধরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
জানতে চাইলে চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফখরুল আলম দৈনিক আজাদীকে বলেন, চলতি অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত রাজস্ব আদায়ে হার স্বাভাবিক রয়েছে। গত অর্থবছরে করোনা মহামারির কারণে আমদানি কমে যায়, এর প্রভাবে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন থেকে কিছুটা দূরে ছিল কাস্টমস। রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জিত না হলেও চট্টগ্রাম কাস্টমসের ইতিহাসে প্রথমবারের মতো ৫০ হাজার কোটি টাকার মাইলফলক অর্জন করে। আশা করি রাজস্ব আদায়ের এই ধারা অব্যাহত থাকলে এ বছরও আরো বেশি রাজস্ব আদায় হবে।