হাটহাজারীতে মো. সিরাজুল ইসলাম বাবুল (৬১) নামে এক রোজাদার ব্যক্তি ইতিকাফরত অবস্থায় মসজিদে ইন্তেকাল করেছেন। (ইন্না–লিল্লাহ —-রাজেউন।) গতকাল রবিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের সহয্যা পাড়াস্থ মিয়া বাপের বাড়ি জামে মসজিদে তার মৃত্যু হয়। নিহত সিরাজুল ইসলাম বাবুল উপজেলার ফতেপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডস্থ সহয্যা পাড়ার মিয়া বাপের বাড়ির মৃত সালেহ আহমদের পুত্র এবং অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রাম নিউজের সংবাদকর্মী গিয়াস উদ্দিনের পিতা। নিহতের প্রতিবেশী চবি কর্মকর্তা আনোয়ার হোসেন জানান, মাহে রমজানের নাজাতের দশ দিনে ২০ রমজান (২১ মার্চ) সন্ধ্যা থেকে উল্লিখিত জামে মসজিদে সিরাজুল ইসলাম বাবুল ইতিকাফের জন্য অবস্থান করছিলেন। এ অবস্থায় গতকাল রবিবার সকাল সাড়ে ৮টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ পুত্র সন্তান ও নাতি–নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। একইদিন রবিবার বাদে আসর সহয্যা পাড়াস্থ মিয়া বাপের বাড়ি জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুমের নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়। সাংবাদিক গিয়াস উদ্দিনের পিতার মৃত্যুতে হাটহাজারী প্রেস ক্লাব পরিবার গভীর শোক প্রকাশ করেছে।