ইউরোপের দেশ ইতালির সব শহরে ব্যাপক আকারে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে দেশটি পুলিশ বাহিনী। এ অভিযানে সারাদেশে মোট ৩৮৪ জনকে গ্রেফতার করা হয়েছে এবং ১ দশমিক ৪ টন মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। গতকাল শনিবার ইতালিয়ান পুলিশ বাহিনী এতথ্য জানিয়েছে। পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানের পাশাপাশি ৬৫৫ জনকে তদন্তের আওতায় আনা হয়েছে যাদের মধ্যে রয়েছে ৩৯ জন নাবালক।
জব্দ করা হয়েছে ৩৫ কেজি কোকেইন এবং ৪০ টির বেশি আগ্নেয়াস্ত্র। অভিযান গত শুক্রবার কয়েকটি প্রদেশে সম্পন্ন হয়। তল্লাশির সময় তিনটি শহরের পাঁচটি গাজার দোকান সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। পুলিশ জানিয়েছে, ৩১২টি তল্লাশিতে ২৯৬ কেজি গাঁজা এবং গাঁজার পণ্য জব্দ করা হয়েছে। এগুলো প্রাথমিক পরীক্ষায় অবৈধ মাদক হিসেবে শনাক্ত করা হয়েছে। গাঁজাসহ বিভিন্ন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে গত জুন মাসে একটি নিরাপত্তা ডিক্রি অনুমোদন করেছে ইতালি।












