ইতালিতে বিএনপি নেতাসহ ৩ বাংলাদেশি গুলিবিদ্ধ

| রবিবার , ১০ আগস্ট, ২০২৫ at ১১:২৩ পূর্বাহ্ণ

ইতালিতে বিএনপির সাবেক এক নেতাসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোমের তরবেল্লা মোনাক্কা এলাকায় স্থানীয় সময় বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনার পর তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ তিনজন হলেনবিএনপির ইতালি শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান রতন, তার বন্ধু হুমায়ূন কবির ও মোহাম্মদ ইউনুস। ঘটনাটিতে শাহিন নামে আরেকজন আহত হয়েছেন। ইতালিতে বাংলাদেশি কমিউনিটির সদস্যরা বলছেন, রতন নিজের ব্যবসা প্রতিষ্ঠানে ছিলেন। একদল অস্ত্রধারী সেখানে ঢুকে গুলি চালায়। খবর বিডিনিউজের।

ইতালি বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম বলেন, সন্ত্রাসী হামলায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন বিএনপি নেতা কামরুজ্জামান রতন। আমরা এ হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। রতনকে সন্ত্রাসীরা তিনটি গুলি করে বলে ফেসবুকে লিখেছেন আমিনুর রহমান। ঘটনার বর্ণনায় আরেক পোস্টে তিনি লেখেন, রতনের বন্ধু হুমায়ুন কবির ভাইও গুলিবিদ্ধ। বারে থাকার একপর্যায়ে (সন্ত্রাসীদের সঙ্গে) ধস্তাধস্তির সময় হুমায়ুন ভাইয়ের হাতে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। গুলি হাতের ওপাশ দিয়ে বের হয়ে যায়।

রোহিন আহমেদ নামে ইতালি প্রবাসী আরেকজন ফেসবুকে লেখেন, কামরুজ্জামান রতন নিজ ব্যবসা প্রতিষ্ঠানে গুলিবিদ্ধ হয়েছেন। তার সুস্থতা কামনা করছি। রোমে বাংলাদেশ দূতাবাসের সচিব আসিফ আনাম সিদ্দিকী বলেন, আহতের নিকটাত্মীয়দের সঙ্গে দূতাবাস হতে যোগাযোগ করা হয়েছে। তাদের দূতাবাস হতে ঘটনার সুষ্ঠু তদন্তের বিষয়ে আশ্বস্ত করা হয়েছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারা-কর্ণফুলীতে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে হবে
পরবর্তী নিবন্ধমুহাম্মদ ইয়াকুব