ইতালিতে প্রবেশের একদিন পরই বাংলাদেশির মৃত্যু

| বৃহস্পতিবার , ২১ আগস্ট, ২০২৫ at ১১:০০ পূর্বাহ্ণ

ইতালিতে বৈধ ভিসায় প্রবেশের একদিন পরই মৃত্যু হয়েছে এক বাংলাদেশির। সোহাগ দেওয়ান (৩২) নামে এ যুবকের বাড়ি ফেনী জেলার পরশুরাম উপজেলায়। স্থানীয় সময় সোমবার ভোরে রাজধানী রোমের একটি বাসায় হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।

রোমের জরুরি চিকিৎসাসেবা ও স্থানীয় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, দীর্ঘ বিমানের যাত্রা ও অতিরিক্ত ঠান্ডায় ‘গলার সংক্রমণ বা শ্বাসকষ্টজনিত জটিলতায়’ তার মৃত্যু হয়ে থাকতে পারে। খবর বিডিনিউজের।

পরিবার সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরাতে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি ইতালিতে আসার জন্য আবেদন করেন সোহাগ। তারপর দোসরা জুলাই দেশটিতে প্রবেশের ছাড়পত্র (নুল্লাওস্তা) পান তিনি। পরবর্তীতে ১৭ জুলাই ঢাকায় ইতালির দূতাবাসে ভিসার জন্য আবেদন করলে ১০ দিনের মাথায় ২৮ জুলাই ভিসা পেয়ে যান। গত ১৬ অগাস্ট ইতালির উদ্দেশ্যে যাত্রা শুরু করেন সোহাগ। পরদিন বিকেলে রোমে পৌঁছান। কিন্তু এর কয়েক ঘণ্টা পর, সোমবার ভোরে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান তিনি।

এ বিষয়ে রোমে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রকিবুল হক বলেন, আমরা স্থানীয় কমিউনিটির সঙ্গে সমন্বয় করে নিহতের লাশ দেশে পাঠানোর বিষয়ে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ শুরু করেছি।

পূর্ববর্তী নিবন্ধহত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হল অভিনেতা সিদ্দিককে
পরবর্তী নিবন্ধসাংবাদিকতা চ্যালেঞ্জিং একটা পেশা