ইতালির রোম শহরের কাছে মনতানিয়োলা এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মামুন মিয়া (২৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত যুবকের বাড়ি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মহেশপুর ইউনিয়নের আলগী কুড়েরপার গ্রামে। তিনি চার বছর আগে রোমানিয়া হয়ে ইতালিতে আসেন। স্থানীয় সময় শনিবার রাতে বাদিয়া দি কাভা পার্কের পাশে ক্রিসটোফোরো কলোম্বো সড়কের ৭১৪ নম্বর বাস স্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও কমিউনিটি সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কাজ শেষে বাসায় ফেরার পথে একদল ‘মরোক্কান ছিনতাইকারী’ মামুনের পথরোধ করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। মামুন প্রতিরোধ করলে ছিনতাইকারীদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় মামুন নিজে বাসার পথে রওনা হন। পথচারী বাংলাদেশিরা রক্তাক্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে জরুরি নম্বরে ফোন করে। অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পৌঁছলেও চিকিৎসকরা তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করেন। খবর বিডিনিউজের।
রোমের বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রকিবুল হক এক বিবৃতিতে বলেন, আমরা ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছি। তিনি জানান, মামুনের লাশ বাংলাদেশে পাঠানোর জন্য পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি ইতালির পুলিশ। তবে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এদিকে রোববার সন্ধ্যায় ঘটনাস্থল কাভা পার্কে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলে জানান নরসিংদী জেলা সমিতি রোমের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ূন সনি।