ইডেন স্কুল এন্ড কলেজে পুরস্কার বিতরণ

| শুক্রবার , ২ জানুয়ারি, ২০২৬ at ৬:৩৫ পূর্বাহ্ণ

পাঁচলাইশ চট্টগ্রাম ইডেন স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ স্কুলের অধ্যক্ষ এস এম নোমান আজমের সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার স্কুল অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও ফজলুল কাদের চৌধুরী আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কাজী আব্বাস আলী। এতে উপস্থিত ছিলেন নুরুল ইসলাম, ওসমান গনি বাবলু, মো. কামাল উদ্দিন, শাহীন আক্তার, মো. আসলাম, মাঈন উদ্দিন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, সস্তানদের মানুষ করার জন্য নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধকরণ, মোবাইল ফোন ব্যবহারে অনাগ্রহ সৃষ্টিকরণ, নিয়মিত স্কুলে প্রেরণ ও শিক্ষকদের নির্দেশিত পথ অনুসরণ করলে যে কোন ছাত্র ছাত্রী আদর্শ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠবে বলে। তিনি এ ব্যাপারে উপস্থিত অভিভাবক ও শিক্ষকদের নির্দেশনা প্রদান করেন। শেষে কৃতী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধদোহাজারী-চট্টগ্রাম রেলপথে যুক্ত হলো কৃষিপণ্যবাহী লাগেজ ভ্যান
পরবর্তী নিবন্ধচবিতে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা