ইডেন ইংলিশ স্কুলের মাসিক স্বাস্থ্য ক্যাম্প গতকাল বৃহস্পতিবার হাটহাজারী উপজেলার শিকারপুরস্থ নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। স্কুলের অধ্যক্ষ মাহনুর তাছনিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম। উদ্বোধন করেন স্কুলের প্রতিষ্ঠাতা ও পরিচালক খালেদ মাহমুদ।প্রধান অতিথি বলেন, শিশুরা অজান্তেই বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ে। অনেক পিতাপাতা নিয়মিত শিশুদের কৃমির ঔষধ খাওয়ান না। যে কারণে অপুষ্টিতে ভোগে অধিকাংশ শিশু। ইডেন ও সেভ দা ফিউচার ফাউন্ডেশন স্কুল যৌথভাবে আয়োজিত এই স্বাস্থ্য ক্যাম্প শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিত করার পাশাপাশি মেধাবি জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে। তিনি বলেন, প্রতিটি স্কুলে ছয়মাস অন্তর একবার স্বাস্থ্য ক্যাম্প আয়োজন খুবই জরুরি। উদ্বোধকের বক্তব্যে খালেদ মাহমুদ বলেন, সুস্বাস্থ্য ও অনুকূল পরিবেশ শিশুকে মেধাবি করে গড়ে তোলার প্রধান নিয়ামক। ইডেন স্কুলের নিয়মিত স্বাস্থ্য সেবা মাধ্যমে শিশুদের শিক্ষা প্রদানের পাশাপাপশি তাদের সুস্বাস্থ্য ও অনুকূল পরিবেশ শিক্ষা লাভের বিষয়ে আমরা খুবই যত্নশীল। যে কারণে এই স্কুলে নিয়মিত স্বাস্থ্য সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ডা. শেখ শওকাত আজম, ডা. শেখ সানজানা, ডা. আনিকা এনাম, ডা. মোকতা, ডা. শাহাজাহান, ডা. শফিকুল আজম, ডা.মাহাবুবুল আলম, ডা. শহিদুর রহমান, ডা.আবদুর রহিম, ডা. নজরুল ইসলাম প্রমুখ অংশ গ্রহণ করেন। স্বাস্থ্য ক্যাম্পে স্কুল পরিচালনা পরিষদের সদস্য আইয়ুব আলী বাবলু, লায়ন শারমিন সুলতানা, হোসেন আল জাহিদ সুমন, সম্পাদক মনজুর আলম রোজন, মোহাম্মদ আলী কাঞ্চন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।