বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরিচালিত ইডেন নূর ইন্সটিটিউট অব টেকনোলজির (ইএনআইটি) উদ্যোগে মতবিনিময় সভা ও দোয়া মাহফিল হাটহাজারী উপজেলার শিকারপুর ইউনিয়নের হাজী নেয়ামত আলী রোডের সুখবিলাস আবাসিক এলাকার চন্দ্রাবিলস্থ প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খালেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মো. শাহজাহান সিকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল ইসলাম চৌধুরী, ইডেন নূর কারিগরি ইন্সটিটিউটের প্রধান পৃষ্ঠপোষক মাহনূর তাসনিম, প্রিন্সিপাল প্রকৌশলী মোহাম্মদ তাহমিদ মাহমুদ, শিকারপুর ইউপি চেয়ারম্যান আবদুল খালেক, বুড়িশ্চর ইউপি চেয়ারম্যান মো. জাহেদ, রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন তালুকদার, শেখ ফরিদ উদ্দিন চৌধুরী, শফিউল আলম, একতেহার হোসেন, মো. নূর উল্লাহ, সিরাজ উদ্দিন চৌধুরী, মুজিবুল হক হিরু, আলমশাহপাড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জাহাঙ্গীর, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুর রউফ মাস্টার, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, জসিম উদ্দিন, আবু তাহের, আবদুল জব্বার প্রমুখ।