একাডেমিক ও পেশাগত জ্ঞানের পাশাপাশি সাধারণ জ্ঞানে দক্ষতা একজন শিক্ষার্থীকে পরিপূর্ণ করে তোলে। অন্তর্দৃষ্টি, বিচারবুদ্ধি জাগ্রত হয় সাধারণ জ্ঞানে। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) এরুডিশন ক্লাবের উদ্যোগে মাইন্ড ফেস্ট-২০২১ এর বিজয়ীদের মাঝে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। গতকাল মঙ্গলবার ক্যাম্পাস প্রাঙ্গনে এটি অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেন, শিক্ষার্থীদের জ্ঞান-দক্ষতা বিকাশই ইডিইউর প্রধান লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন সুযোগ-সুবিধা, পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে।
এরুডিশন শব্দের অর্থ পাণ্ডিত্য। ইডিইউর শিক্ষার্থীদের মাঝে একাডেমিক জ্ঞানের পাশাপাশি আরো নানা বিষয়ে পাণ্ডিত্য তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠা হয় এরুডিশন ক্লাবের। সারা বছর নানা ধরনের প্রতিযোগিতা, সেমিনার, ওয়ার্কশপ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে ক্লাবটি। এরই ধারাবাহিকতায় বিগত সেপ্টেম্বর মাসে অনলাইনযোগে মাইন্ড ফেস্ট এর আয়োজন করা হয়। এবারের আয়োজনে প্রতিযোগিতার বিষয় ছিলো ইতিহাস, খেলাধূলা, ভূগোল ও বুদ্ধিমত্তা তথা আইকিউ, জানালেন ক্লাবের এডভাইজর মাহপারা মাশিয়াত ও কো-অর্ডিনেটর আবদুল্লাহ আল কায়ছার। সার্টিফিকেট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক অনন্যা নন্দী। প্রেস বিজ্ঞপ্তি।