ইডিইউর শিক্ষার্থী নিয়োগে ক্যাম্পাসে কেডিএস গ্রুপ

| রবিবার , ৯ অক্টোবর, ২০২২ at ৮:০১ পূর্বাহ্ণ

বিশ্ববিদ্যালয় জীবনের শেষ পর্যায়ে এসে নিজেদের ক্যারিয়ার নিয়ে সচেতন হয়ে ওঠে শিক্ষার্থীরা। কোন ধরণের প্রতিষ্ঠানে চাকরি করবে বা কিভাবে আবেদন করবে, এমন নানা ভাবনা তাদের পেয়ে বসে। তেমনই চাকরিদাতা প্রতিষ্ঠানগুলো তাদের কাঙ্ক্ষিত দক্ষতাসম্পন্ন প্রার্থী খুঁজে পায় না অনেক সময়। দু’পক্ষের এমন সমস্যার সমাধানে সহযোগী হিসেবে কাজ করছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি।
বিশ্ববিদ্যালয়ের নেটওয়ার্কিং এন্ড প্লেসমেন্ট সেলের উদ্যোগে কেডিএস গ্রুপ তাদের ম্যানেজমেন্ট ট্রেইনি পদে নিয়োগের জন্য সম্প্রতি ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকার গ্রহণ করেছে। ইডিইউর বাছাইকৃত ৫০জন শিক্ষার্থী এতে অংশ নেয়। সকালে লিখিত পরীক্ষা শেষে সাক্ষাৎকার পর্ব শুরু হয়। কেডিএস গ্রুপের পক্ষ থেকে প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ করেন এইচআর এন্ড এডমিন হেড সাইফুল আবেদিন, ম্যানেজার সুবির দাস, সিনিয়র এক্সিকিউটিভ গুঞ্জন দেব, ফারজানা আকতার, সুচরিত দত্ত, ফারজানা সুলতানা ও রিপন সিকদার।
ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেছেন, চট্টগ্রামের কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বিভিন্ন সময় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে অন-ক্যাম্পাস ইন্টারভিউ আয়োজনের মাধ্যমে তাদের গুরুত্বপূর্ণ নানা পদে আমাদের শিক্ষার্থীদের নিয়োগ দিয়ে থাকে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআল্লামা ইয়াহইয়া হাটহাজারী ওলামা পরিষদের সভাপতি নির্বাচিত
পরবর্তী নিবন্ধদেশকে এগিয়ে নিতে কারিগরী শিক্ষাকেও গুরুত্ব দিতে হবে