ইডিইউতে ১৬ ক্লাবের জমজমাট উৎসব

| শুক্রবার , ২৬ নভেম্বর, ২০২১ at ৮:০৭ পূর্বাহ্ণ

কর্মজীবনে ভালো করার সকল পাথেয় ছাত্রজীবনেই সংগ্রহ করতে হয়। তাই বিশ্ববিদ্যালয় জীবনে শিক্ষার্থীদের মধ্যে দলগত কাজের মানসিকতা গঠন ও নেতৃত্বের বিকাশ ঘটানোর বিকল্প নেই। এ গুরুত্ব অনুধাবন করে জন্মলগ্ন থেকেই ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ) শিক্ষার্থীদের জন্য ১৬টি ক্লাব প্রতিষ্ঠা ও তাদের সকল কার্যক্রমে পৃষ্ঠপোষকতা করে আসছে।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে দিনব্যাপী ক্লাব ফেয়ার। সকাল ১১টায় ইডিইউর উপাচার্য প্রফেসর সিকান্দার খান ফিতা কেটে এ উৎসবের উদ্বোধন করেন।
তিনি বলেন, ইডিইউতে শিক্ষার্থীদের বিকাশে ক্লাবগুলো কাজ করছে। আজকের এ উৎসবে নবীন শিক্ষার্থীরাও উদ্বুদ্ধ হবে ক্লাবিংয়ে। আমাদের সময় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ ধরনের ক্লাব কার্যক্রম ছিল না। দিনব্যাপী এ উৎসবে সকাল থেকেই ছিল উৎসাহী শিক্ষার্থীদের ভিড়। ক্লাবগুলো হলো- ইরুডিশন ক্লাব, সোশ্যাল সার্ভিস ক্লাব, সোশ্যাল বিজনেস ক্লাব, বিজনেস ক্লাব, রোবোটিক সোসাইটি, কালচারাল ক্লাব, লিটারেরি ক্লাব, ডিবেটিং সোসাইটি, ফিল্ম এন্ড কমেডি ক্লাব, ক্যারিয়ার ক্লাব, কম্পিউটার ক্লাব, এমবিএ ক্লাব, স্পোর্টস ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, মডেল ইউনাইটেড নেশনস ও টেডএঙ ক্লাব। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশেষ হচ্ছে মের্কেল যুগ
পরবর্তী নিবন্ধনগর যুবদল সেক্রেটারি শাহেদ জামিনে মুক্ত