ইডিইউতে ভর্তি উৎসব

পরীক্ষা ১২ জানুয়ারি

| রবিবার , ১০ জানুয়ারি, ২০২১ at ৬:১০ পূর্বাহ্ণ

করোনা অতিমারীর স্থবিরতা কাটিয়ে নতুন প্রাণ ফিরে পাচ্ছে উচ্চশিক্ষা অর্জনে আগ্রহীরা। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে (ইডিইউ) স্প্রিং ২০২১ সেমিস্টারের অ্যাডমিশন ফেয়ার বা ভর্তি মেলায় ভর্তিচ্ছুদের উপচে পড়া ভিড় সে কথাই জানান দিয়েছে। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও অনলাইনে আয়োজিত দিনব্যাপী এ মেলা ভর্তির উৎসবে পরিণত হয়। আগামী ১২ জানুয়ারি ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে ভর্তিচ্ছুরা ফরম সংগ্রহ করেন মেলায়।
সকাল ১১টায় উদ্বোধন হওয়ার পর থেকে ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় জমজমাট হয়ে ওঠে ক্যাম্পাস। স্পট এডমিশনে ৫০ শতাংশ ছাড়ের সুবিধা থাকায় অনেকেই এদিন ভর্তি ফরম নিয়ে ফেলেন। এছাড়া ইডিইউর শিক্ষা কার্যক্রম, অনলাইনের পাঠদান প্রক্রিয়াসহ অন্যান্য সুযোগ-সুবিধা সম্পর্কে বিস্তারিত তথ্য নেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিনামূল্যে করোনা ভ্যাকসিনের দাবি
পরবর্তী নিবন্ধমাদক কারবারি ও সন্ত্রাসীরা দেশ-জাতির শত্রু