ইডিইউতে প্রাক্তন-বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলা

মাস্টার অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপ প্রোগ্রাম

| রবিবার , ১৪ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:১৭ অপরাহ্ণ

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) অন্যতম মর্যাদাপূর্ণ ও বিশেষায়িত স্নাতকোত্তর প্রোগ্রাম মাস্টার অব পাবলিক পলিসি অ্যান্ড লিডারশিপ’র (এমপিপিএল) প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং শিক্ষকদের এক মিলনমেলা অনুষ্ঠিত হয়ে গেল গতকাল শনিবার বিকেলে। পলিসি নির্ধারণ ও প্রতিষ্ঠান পরিচালনায় দক্ষ ও বহুমাত্রিক নেতৃত্বের গুরুত্ব উপলব্ধি করে আন্তর্জাতিক অঙ্গনে জনপ্রিয় দুটো পৃথক প্রোগ্রাম পাবলিক পলিসি ও লিডারশিপকে সমন্বয় করে গবেষণাধর্মী এ স্নাতকোত্তর প্রোগ্রামটি শুরু হয় ইডিইউতে। বিশেষায়িত এ প্রোগ্রামের বিশেষত্বই হলো এতে পড়ছেন বিভিন্ন ইন্ডাস্ট্রিতে কর্মরত ব্যক্তিবর্গ এবং শিক্ষক হিসেবে নিয়মিত শিক্ষকদের বাইরেও বিশ্বের প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলোর অভিজ্ঞ অধ্যাপক ও গবেষকগণ এতে পড়াচ্ছেন।
চট্টগ্রাম ও এর আশপাশের অঞ্চলে অবস্থানরত শিক্ষার্থীরা ও ইডিইউর নিয়মিত শিক্ষকগণ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ মিলনমেলায় সরাসরি যোগ দেন এবং দেশের বাইরে অবস্থানরত শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা অনলাইনে অনুষ্ঠানে যোগ দিয়ে এ মিলনমেলার পূর্ণতা এনে দেন। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান, উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান। তারা বলেন, বাংলাদেশের উচ্চশিক্ষা পর্যায়ে এক নতুন মাত্রা যোগ করেছে এমপিপিএল। ইন্ডাস্ট্রিকে উন্নত করে একাডেমি। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির এ প্রোগ্রামটিকে সাজানো হয়েছে ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখে। ফলে, সরকারি-বেসরকারি সংস্থায় কর্মরতদের মাঝে আধুনিক ও যুগোপযোগী অভিজ্ঞতাসমৃদ্ধ জ্ঞান প্রদান করা হচ্ছে যাতে তারা প্রতিষ্ঠানের উন্নয়ন ও প্রসারে কার্যকর ভূমিকা রাখতে পারে। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া, মাস্টার অব পাবলিক পলিসি এন্ড লিডারশিপ প্রোগ্রামের চেয়ারম্যান ও স্কুল অব বিজনেসের অ্যাসোসিয়েট ডিন ড. মু. রকিবুল কবির, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের অ্যাসোসিয়েট ডিন ড. মু. নাজিম উদ্দিন, প্রক্টর ও সহকারী অধ্যাপক মু. আসাদুজ্জামান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকাজী নাজমুল করিম মনসুর
পরবর্তী নিবন্ধ‘আকবরশাহ্‌ আবাসিক কল্যাণ সমিতি সমাজের উন্নয়নে কাজ করে যাচ্ছে’