চট্টগ্রাম জেলার ইট প্রস্তুতকারী মালিক, কর্মকর্তা কর্মচারী, শ্রমিকসহ এ শিল্পের আওতাভুক্ত জনগোষ্ঠীকে বাঁচাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় গতকাল সোমবার স্মারকলিপি দিয়েছে চট্টগওাম ইট প্রস্তুতকারী মালিক সমিতি। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসক মুমিনুর রহমানের মাধ্যমে স্মারকলি প্রদান করা হয়। পরে একই দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন বন্ধন করে সংগঠনটি। এম এম শাহেদ উল্লাহ জনির সভাপতিত্বে এতে বক্তব্য দেন, চট্টগ্রাম ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আব্দুল মালেক, বিভিন্ন থানার সমন্বয়কারী আজিজুল হক, মো. সিরাজুল ইসলাম চৌধুরী, সাইফুল ইসলাম, আবিদ হোসেন, আবদুর রহিম বাদশা। প্রেস বিজ্ঞপ্তি।












