‘ইটভাটায় শ্রমিকের গায়ে ঘামে আটকে যাওয়া লাল ধুলো’ শিরোনামের একটি ছবি। চট্টগ্রামের আলোকচিত্রী কমল দাশের সেই ছবিটি যেন বিশ্বজয় করল। বিশ্বের আলোকচিত্রীদের মধ্যে সেরা ৫০টি ছবির তালিকায় নির্বাচিত হয়েছে তার ছবিটি।
পরিবেশ নিয়ে এ প্রতিযোগিতার আয়োজক হলো যুক্তরাজ্যের দ্য চার্টার্ড ইনস্টিটিউশন অব ওয়াটার অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট (সিআইডব্লিউইএম)। প্রতিযোগিতায় ১৫৯টি দেশের ১ হাজার ৫২৪ জন আলোকচিত্রীর ২৪৪৫টি ছবি স্থান পায়। এর মধ্যে পুরস্কারের জন্য ৫০টি সেরা ছবির সংক্ষিপ্ত তালিকা করা হয়েছিল। পুরস্কৃত ও সংক্ষিপ্ত তালিকার ছবিগুলো নিয়ে লন্ডনে আলোকচিত্র প্রদর্শনী করা হবে।
কমল দাশের ছবিটি বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তার মধ্যে লন্ডনের মেইল অনলাইন পত্রিকা অন্যতম। উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বাংলাদেশের পাঁচজন আলোকচিত্রীর ছবি স্থান পেয়েছে। চট্টগ্রাম থেকে নির্বাচিত হয়েছেন তিনি।