ইটভাটায় মিলল নারীর লাশ

লোহাগাড়া প্রতিনিধি | মঙ্গলবার , ২৫ জানুয়ারি, ২০২২ at ৭:৫৭ পূর্বাহ্ণ

লোহাগাড়ার পুটিবিলায় এক অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ইউনিয়নের বিবিসি নামে এক ইটাভাটার মাটির স্তূপের পাশে তার মরদেহ পাওয়া যায়। অজ্ঞাত নারীর আনুমানিক বয়স ৭০ বছর।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ইটভাটার মাটির স্তূপের পাশে এক নারীর মরদেহ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। মরদেহের পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত নারীর মরদেহের সুরতহাল লিপিবদ্ধ করে। ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম-কুয়েত রুটে জাজিরা এয়ারওয়েজের যাত্রা শুরু
পরবর্তী নিবন্ধআজ থেকে ব্যাংকও চলবে অর্ধেক জনবলে