ইটভাটাসহ করাতকলকে ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা

বাঁশখালীতে অভিযান

বাঁশখালী প্রতিনিধি | মঙ্গলবার , ৭ মার্চ, ২০২৩ at ৬:০৪ পূর্বাহ্ণ

বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে জিবিএম ভাটায় কাঠ পুড়ানো জলকদর খাল থেকে অবৈধ ভাবে মাটি কাটায় এবং অবৈধভাবে করাতকল স্থাপন করায় ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার বিকালে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সুত্রে জানা যায়, বাহারছড়া ইউনিয়নের রত্নপুরে জিবিএম ভাটায় কাঠ পুড়ানোর দায়ে ১লক্ষ টাকা, জলকদর খাল থেকে অবৈধভাবে মাটি কাটার চেষ্টা করায় ফজুলল কাদের চৌধুরীকে (৬৫) ২০ হাজার টাকা ও অবৈধভাবে করাতকল স্থাপন করায় মোক্তার আহমেদকে (৫০) ২০ হাজার টাকাসহ মোট ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া বাঁশখালীর পৌর এলাকায়, পুকুরিয়া, সাধনপুর ও কাথরিয়া ইউনিয়নের মৌলভীবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় জলকদর খালের পাশে খাস জমি হতে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত স্কেভেটর জব্দ করা হয় ।

এব্যাপারে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, সকল অনিয়মের বিরুদ্ধে প্রশাসন সব সময় সোচ্চার। তারই ধারাবাহিকতায় বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নে জিবিএম ভাটায় কাঠ পুড়ানো জলকদর খাল থেকে অবৈধভাবে মাটি কাটায় এবং অবৈধভাবে করাতকল স্থাপন করায় ১ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনসাধারনের স্বার্থে প্রশাসনের অভিযান অভ্যাহত থাকবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধএনসিসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা দিবস উদযাপন
পরবর্তী নিবন্ধপিপলস ইন্স্যুরেন্স কোম্পানীর মহাসম্মেলন