ইটভাটার জন্য খালের পাশ থেকে কাটা হচ্ছে মাটি

রাউজানে অভিযান, জরিমানা

রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৫৬ পূর্বাহ্ণ

রাউজানের বৃন্দাবন এলাকার একটি ইটভাটায় ডাবুয়া খালের পাশ থেকে মাটি কাটার দায়ে ভ্রম্যমান আদালত ১০ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল বুধবার এই অভিযান পরিচালনা করেন রাউজান সহকারি কমিশনার ভুমি রিদোয়ানুল ইসলাম। জানা যায়, এমবিসি নামের একটি ইটভাটায় মাটি জোগান দিতে ভাটার কাছে থাকা একটি খালের পাশ থেকে স্কেভেটর দিয়ে মাটি কাটছিল। এই সংবাদ পেয়ে উপজেলা প্রশাসন এই অভিযান চালায়। উপজেলার প্রশাসনের নির্বাহী ম্যজিষ্ট্রেট সহকারি কমিশনার ভুমি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মাটি কাটার দায়ে ইটভাটার পরিচালনার সাথে জড়িত মামুন নামের ১জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএতিম শিশুদের পাশে করোনা মেডিসিন ব্যাংক
পরবর্তী নিবন্ধবুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসায় নতুন শিক্ষাক্রমের ওপর ট্রেনিং