চট্টগ্রাম জেলা ও মহানগর সম্মিলিত মুক্তিযোদ্ধা কমান্ড চট্টগ্রামের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির রোগ মুক্তি কামনায় এক দোয়া মাহফিল গতকাল সোমবার বাদ আসর নগরীর কদম মোবারক জামে মসজিদে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন উত্তরজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মহিউদ্দীন রাশেদ। প্রধান অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান।
অতিথি ছিলেন আনোয়ারুল আজিম, কমান্ডার মো. ইদ্রিস, মো. ইউছুফ, অধ্যাপক আবু ছৈয়দ, পল্টু লাল শাহ, হাজী মোহাম্মদ সাহাবউদ্দীন, এম এ ফয়েজ ভূঁইয়া, রমিজ উদ্দীন, একে নিজামী, আবদুল মন্নান প্রমুখ। দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাওলানা একরামুল হক। প্রেস বিজ্ঞপ্তি।