ইঞ্জিনিয়ার মোশাররফের স্ত্রীরও করোনা শনাক্ত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৩ অক্টোবর, ২০২০ at ৪:৪২ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের স্ত্রী আয়েশা সুলতানাও করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল টেস্ট রিপোর্টে তার করোনা পজেটিভ শনাক্ত হয়। বিষয়টি নিশ্চিত করে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির ছেলে মাহবুবুর রহমান রুহেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন।
এতে তিনি লিখেছেন, ‘৮ অক্টোবর আমার আব্বার করোনা শনাক্ত হওয়ার পর আজ (গতকাল ১২ অক্টোবর) আমার আম্মার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তিনি এখন হাসপাতালে ভর্তি আছেন এবং আল্লাহপাকের অসীম কৃপায় ভালো আছেন। সবার প্রতি আমার আব্বা-আম্মার জন্য দোয়ার আর্জি থাকলো। দয়া করে সবাই করোনা প্রতিরোধে সচেতন হোন এবং করোনা বিস্তার রোধে সর্বোচ্চ মনোযোগ দিন, যেমন শারীরিক দূরত্ব বজায় রাখা, নিয়মিত হাত ধোয়া, মাস্ক পরা ইত্যাদি। আমরা সচেতন থাকলে করোনা ভাইরাসের বিরুদ্ধে চলমান যুদ্ধে জয়ী হবো ইনশা আল্লাহ।’
এই ব্যাপারে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের এপিএস ও উত্তর জেলা আওয়ামীলীগ নেতা মো. নূর খান জানান, ‘স্যার(ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন) এখন সুস্থ আছেন। ম্যাডামেরও করোনা শনাক্ত হয়েছে। উনি পার্কভিউ হসপিটালে চিকিৎসাধীন আছেন।

পূর্ববর্তী নিবন্ধ১৭ লাখ টাকা ভ্যাট ফাঁকি হোটেল অ্যামব্রোশিয়ার
পরবর্তী নিবন্ধসাড়ে আট বছরেও শুরু হয়নি লালচাঁন্দ রোডের কাজ