আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সুস্থতা কামনায় গতকাল শনিবার বিকেলে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে দোস্ত বিল্ডিং কাযালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
চট্টগ্রাম সরকারী সিটি বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদের খতিব মাওলানা আবু সাঈদ নুরীর পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন সংগঠনের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, সহ সভাপতি অধ্যাপক মো. মঈনুদ্দিন, এডভোকেট ফখরুদ্দিন চৌধুরী, মো. আবুল কালাম আজাদ, মহিউদ্দিন রাশেদ, মাহফুজুর রহমান মিতা এমপি, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল আনোয়ার চৌধুরী বাহার, দেবাশীষ পালিত, জসিম উদ্দিন শাহ, সাংস্কৃতিক সম্পাদক আলাউদ্দিন সাবেরী, যুব ও ক্রীড়া সম্পাদক নাজিম উদ্দিন তালুকদার, উপ দপ্তর সম্পাদক আ স ম ইয়াছিন মাহমুদ, কার্যনির্বাহী সদস্য মো. সেলিম উদ্দিন, সাহেদ সরওয়ার শামীম, হাসিবুন সুহাদ চৌধুরী সাকিব, মনজুর মোর্শেদ ফিরোজ, জেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী দিলোয়ারা ইউসুফ, সহ সভানেত্রী রুমানা নাসরিন, কেন্দ্রীয় যুবলীগ নেতা রাশেদ খান মেনন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।