ইঞ্জিনিয়ার মোশাররফের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

আজাদী ডেস্ক | বুধবার , ১৪ অক্টোবর, ২০২০ at ৬:০১ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির রোগমুক্তি কামনায় সীতাকুণ্ড ও সাতকানিয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সীতাকুণ্ড প্রতিনিধি জানান, গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ জামে মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে সীতাকুণ্ড যুবলীগ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শাহজাহান। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক বদিউল আলম জসিম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শাহ কামাল, বাবুল খান, যুগ্ম সম্পাদক সাইদুর রহমান মারুফ, আনিসুল হক আরিফ, দিদারুল আলম মেম্বার, আলাউদ্দিন আল মামুন, মো. রফিক, মো. হানিফ, মো. টিটু, মো. আলমগীর, মো. সালাউদ্দিন, মো. সাজ্জাদ, মো. ফয়সাল, আলাউদ্দিন রানা, তৌহিদুল ইসলাম, আশরাফ হোসেন প্রমুখ।
খাগরিয়া ইউনিয়ন : সাতকানিয়ায় খাগরিয়া ইউনিয়নের নুরু মার্কেটে সফিকুল ইসলাম রাহী এতিমখানা ও হেফজখানায় দোয়া মাহফিলের আয়োজন করা হয় সোমবার। মাহফিল পরিচালনা করেন আক্কাছ উদ্দীন। এ সময় উপস্থিত ছিলেন ডা. খোরশেদুল আলম, এম এ আওয়াল সওদাগর, ডা. নুরুল আলম, আবদুল শাকুর, মৌলানা শফিক উল্লাহ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধজুবিলী রোড মার্চেন্টস এসোসিয়েশনের মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধ‘বর্তমান সরকার শ্রমিকবান্ধব’