আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির রোগমুক্তি কামনায় গতকাল শনিবার বাদ জোহর নগরীর জমিয়াতুল ফালাহ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উত্তর জেলা আওয়ামী লীগের উদ্যোগে মাহফিলে সংগঠনের সভাপতি ও চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম, সাধারণ সম্পাদক শেখ মো. আতাউর রহমান, সহসভাপতি মো. আবুল কালাম আজাদ, মো. জসিম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক জসিম উদ্দিন শাহ্, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন বাবলুু, নজরুল ইসলাম তালুকদার, সম্পাদকমণ্ডলীর সদস্য শাহজাহান সিকদার অংশ নেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন জাফর আহমেদ, ইদ্রিস আজগর, আলাউদ্দিন সাবেরী, ডা. মো. মোস্তফা, ইঞ্জিনিয়ার মেজবাউল আলম, শওকত আলম, মোহাম্মদ ইদ্রিস, নাজিম উদ্দিন তালুকদার প্রমুখ। মোনাজাত পরিচালনা করেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব মাওলানা নুর মোহাম্মদ সিদিকী।
সীতাকুণ্ড প্রতিনিধি জানান, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির রোগমুক্তি কামনায় গতকাল পৌরসদর আলীয়া মাদ্রাসা জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া। উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আ ম ম দিলশাদ, জয়নাল আবেদীন সুজা, রেজাউল করিম বাহার, পৌর মেয়র বদিউল আলম, ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম নিজামী, চেয়ারম্যান রেহান উদ্দিন রেহান, ছাদেকাত উল্লাহ মিয়াজী, শওকত আলী জাহাঙ্গীর, মনির আহমেদ ও সালাউদ্দিন আজিজ, সাঈদ মিয়া প্রমুখ।