ইঞ্জিনিয়ার আবদুল খালেক সাংবাদিকতা জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন

৬০ তম মৃত্যুবার্ষিকীর সেমিনারে বক্তারা

| মঙ্গলবার , ১৮ অক্টোবর, ২০২২ at ৫:৪৪ পূর্বাহ্ণ

দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ারের ৬০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সেমিনার গত ১৬ অক্টোবর বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় ও চট্টগ্রাম গুণীজন স্মরণসভা কমিটির যৌথ উদ্যোগে সার্কিট হাউস সম্মেলন কক্ষে সংগঠনের আহ্বায়ক সাংবাদিক আলী আহমেদ শাহিনের সভাপতিত্বে ও প্রণবরাজ বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন চবি উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বেগম সাবিহা মুছা। প্রধান বক্তা ছিলেন প্রফেসর হাসিনা জাকারিয়া। তিথি বক্তা ছিলেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী। ‘ইঞ্জিনিয়ার আবদুল খালেক : বাংলাদেশের সংবাদপত্রের অন্যতম পথিকৃৎ’ শীর্ষক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল। স্বাগত বক্তব্য দেন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ দিদার আশরাফী। বক্তব্য দেন, হাফেজ মাওলানা মোহাম্মদ তৈয়ব, আলী নেওয়াজ, ফজল আহমদ, লায়ন এ কে জাহেদ চৌধুরী, মোহাম্মদ হোসেন, সুমন দেবনাথ, ইয়াসির আরাফাত, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, ওসমান গণি, কামাল উদ্দিন চৌধুরী, ছাবের আহমদ চৌধুরী, শাহাবুদ্দীন আহমেদ জাহেদ, সাংবাদিক রোজি চৌধুরী, সবিতা রাণী বিশ্বাস, কবি আশীষ সেন, কবি তরণী কুমার বিশ্বাস, মঞ্জুরুল আলম, নোমান উল্লাহ বাহার, মো. ইব্রাহীম শিকদার দুলাল, সেলিম উদ্দিন ডিবলু, মাসুমা কামাল আঁখি, নায়েবুল ইসলাম ফটিক, রফিকুল ইসলাম মল্লিক, এস এম দিদারুল আলম, রুনা আক্তার, জাহাঙ্গীর আলম, জমির উদ্দিন মাসুদ, সরোয়ারুল আলম, ইসমাইল কোম্পানি, রোকসানা করিম পলি, লায়ন ইয়াসমিন কবির, আনিস আহমেদ খোকন, রিমন মুহুরী, মো. তিতাস প্রমুখ।
বক্তারা বলেন, ইঞ্জিনিয়ার আবদুল খালেক সংবাদপত্র জগতে না এসে অন্য কাজও করতে পারতেন। কিন্তু তিনি ওই সময়েই চিন্তা করেছিলেন, চট্টগ্রামের মানুষের মনের কথা, মানুষের সুখ-দুঃখের কথা, মানুষের সমস্যা এবং চট্টগ্রামের অপার সম্ভাবনার কথা তুলে ধরার জন্য সংবাদপত্রের বিকল্প নেই। তাই তিনি পত্রিকা প্রকাশনার পথে আসেন এবং দৈনিক আজাদী প্রকাশ করে সার্থকতা পেয়েছেন। কীর্তিমান পুুরুষ ইঞ্জিনিয়ার আবদুল খালেক সাংবাদিকতা জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন এবং সমাজে পরিবর্তন আনার জন্য নিজেকে নিবেদন করেছেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘আতাউর রহমান খান কায়সার আমৃত্যু বঙ্গবন্ধুর আদর্শে কাজ করেছেন’
পরবর্তী নিবন্ধটেকনাফে যুবকের মৃতদেহ উদ্ধার