দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেকের ৫৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছকিনা বিল্ডার্স লিমিটেডের উদ্যোগে গত সোমবার নগরীর জিইসির মোড়স্থ ছকিনা বিল্ডার্সের প্রধান কার্যালয়ে এক দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত এবং দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
নাসিরাবাদ আলমাস খাতুন জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ আল কাদেরীর পরিচালনায় মোনাজাতে ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেকের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে ছকিনা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক আবু বক্কর চৌধুরী দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়। এতে পরিচালক আবু সাইদুল হক ইফতি, আবু ইফতেখার উদ্দিন ইভান, ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার রসুল আলম মজুমদার, সানাউল্লাহ রুবেল, শুলকবহর ওয়ার্ড আ.লীগ নেতা আব্দুল মজিদ চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী, আনিসুর রহমানসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।












