কলামিস্ট অধ্যাপক মুহম্মদ মাসুম চৌধুরী বলেছেন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক একজন অনুস্মরণীয় ব্যক্তিত্ব ও আলোকিত মানুষ। বহুমাত্রিক প্রতিভার অধিকারী ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক উপমহাদেশের প্রখ্যাত অলিয়ে কেরাম হযরতুল আল্লামা ছৈয়দ আহমদ শাহ ছিরিকোটির (র.)-এর প্রধান খলিফা হিসেবে ধর্মীয় ক্ষেত্রেও উল্লেখযোগ্য ব্যক্তিত্ব। তিনি ছিলেন প্রকৃত অর্থেই দেশপ্রেমিক।
গতকাল শুক্রবার দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেকের মৃত্যুবাষির্কী উপলক্ষে প্রগতিশীল সংবাদপত্র পাঠক লেখক ফোরাম ও চট্টগ্রাম নাগরিক অধিকার বাস্তবায়ন সংগ্রাম পরিষদ, কেন্দ্রীয় কমিটির যৌথ উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠাতা সভাপতি মো. এনামুল হক লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাহেনা আক্তারের সঞ্চালনায় নগরীর বহদ্দারহাট সংলগ্ন সিরাজ বিল্ডিংয়ের একটি হলরুমে স্মরণসভায় প্রধান আলোচক ছিলেন, সাবেক কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু। বিশেষ বক্তা ছিলেন, রফিউল হায়দার চৌধুরী রফি ও মো. নুরুল হক জেহাদী। বিশেষ অতিথি ছিলেন, মো. নুরুল আলম, এস এম ওয়াজেদ, পঙ্কজ রায়, সাংবাদিক নজরুল ইসলাম, কামাল উদ্দিন সায়েম, রুপম দাশ, আরিয়ান লেলিন, আব্দুল আজিজ, বাপ্পী চৌধুরী। বক্তব্য দেন, আমিনুল হক জুয়েল, মাসুদ রানা, ইমদাদুল হক ইমন, হামিদুল ইসলাম দুর্জয়, মো. কাজল, রহিম উদ্দিন, রিমন ভট্রাচার্য, ইয়াছিন আরাফাত রকি, মো. ইলিয়াছ, নজরুল ইসলাম, এমএ দুলাল, মো. রাব্বি প্রমুখ। শুরুতে কোরআন থেকে তেলাওয়াত, দোয়া মাহফিল ও ইঞ্জিনিয়ার আবদুল খালেকের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।