ইঞ্জিনিয়ার আবদুল খালেককে শ্রদ্ধা ভালোবাসায় স্মরণ

৫৮তম মৃত্যুবার্ষিকী

আজাদী প্রতিবেদন  | রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২০ at ৩:৪৪ পূর্বাহ্ণ

দেশের সংবাদপত্র শিল্পের অগ্রদূত এবং চট্টগ্রামের সাংবাদিকতা জগতের পথিকৃৎ দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ আবদুল খালেক ইঞ্জিনিয়ার। গত ২৫ সেপ্টেম্বর ছিল তাঁর ৫৮তম মৃত্যুবার্ষিকী। শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয়েছে ক্ষণজন্মা কৃতী এই মানুষকে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে মিলাদ মাহফিল। গতকাল শনিবার বাদ আছর আজাদী মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিল পরিচালনা করেন কদম মোবারক শাহী জামে মসজিদের খতিব মাওলানা অধ্যক্ষ মুহাম্মদ বদিউল আলম রিজভী।

মিলাদ মাহফিল শেষে বিশেষ মোনাজাতে ইঞ্জিনিয়ার আবদুল খালেক, প্রাক্তন সম্পাদক অধ্যাপক মোহাম্মদ খালেদসহ দৈনিক আজাদীর গত ৬০ বছরের প্রকাশনাকালে যত সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারী মারা গেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়। মিলাদ মাহফিলের আগে আলোচনায় অধ্যক্ষ মুহাম্মদ বদিউল আলম রিজভী বলেন, এই অঞ্চলের প্রথম মুসলিম ইঞ্জিনিয়ার হিসেবে মোহাম্মদ আবদুল খালেকের সামনে বহুমুখী সুযোগসুবিধা ছিল। কিন্তু চট্টগ্রামের শিক্ষা, সংস্কৃতির বিকাশ এবং মাটি ও মানুষের কল্যাণে তিনি পত্রিকা প্রকাশনার মতো অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ কার্যক্রমে জড়িত হয়েছিলেন। এর প্রতিদান নিশ্চয় পরম করুণাময় আল্লাহ তায়ালা উনাকে প্রদান করেছেন। তিনি ইহজনমেও সম্মানিত। ইঞ্জিনিয়ার আবদুল খালেক সত্যিকারের ধার্মিক ছিলেন বলে মন্তব্য করেন তিনি। প্রসঙ্গত, করোনা পরিস্থিতির বিষয়টি মাথায় রেখে সীমিত পরিসরে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে নতুন শনাক্ত ৪৩ মৃত্যু ১
পরবর্তী নিবন্ধআইন সংশোধন করে চসিকের ক্ষমতা বাড়ানোর সুপারিশ