জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়ের ৬৮ শিক্ষাবর্ষের ছাত্র ইঞ্জিনিয়ার মো. আব্দুল মতিন গতকাল বুধবার সকাল ৯টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…রাজেউন)। তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে যান। পেশাগত জীবনে তারা উভয়ে চিকিৎসক। তার ছোট ভাই আব্দুল মুমিন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সচিব ছিলেন। গতকাল বাদ মাগরিব সীতাকুণ্ডের পূর্ব লালানগর গ্রামে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ৬৮ শিক্ষাবর্ষের পক্ষে বীর মুক্তিযোদ্ধা মো. হারুন আল রশিদ, এ এস টি মাহবুব প্রমুখ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। প্রেস বিজ্ঞপ্তি।