সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে মীরসরাই ও জোরারগঞ্জ থানার ৯টি মামলায় গ্রেপ্তার দেখানোর (শ্যোন এরেস্ট) আদেশ দিয়েছে আদালত। গতকাল সকালে চট্টগ্রামের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির পৃথক তিনটি আদালত এ আদেশ দেন। এর আগে পুলিশের পক্ষ থেকে উক্ত ৯ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ চেয়ে আবেদন করা হয়।
এদিকে মোশাররফ হোসেনের ডিভিশন, সু–চিকিৎসার ব্যবস্থা এবং জামিন চেয়ে পৃথক তিনটি আবেদন করেন তার আইনজীবী। আদালত ডিভিশন ও সু–চিকিৎসার আবেদন বিষয়ে জেল কোড অনুযায়ী ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন। আর জামিন চেয়ে করা আবেদনটি নাকচ করে দেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান আজাদীকে বলেন, জোরারগঞ্জ থানার ৫টি ও মীরসরাই থানার ৪টি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ চেয়ে পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়। শুনানি শেষে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানি, ফারদিন মুস্তাকিম তাসিন ও মুমিনুন্নিসা খানমের পৃথক তিনটি আদালত তা মঞ্জুর করেন।
সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেনের আইনজীবী মো. মুজিবুর রহমান চৌধুরী ফারুক আজাদীকে বলেন, আমাদের পক্ষ থেকে তিনটি আবেদন করা হয়। এরমধ্যে একটি হচ্ছে জামিন আবেদন। আদালত জামিন আবেদনটি না মঞ্জুর করেছেন। অন্যদিকে ডিভিশন ও সু–চিকিৎসা চেয়ে করা আবেদন বিষয়ে জেল কোর্ড অনুযায়ী ব্যবস্থা নিতে নির্দেশ দেন।
আদালতসূত্র জানায়, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ঢাকার কারাগারে ছিলেন। গত মঙ্গলবার তাকে চট্টগ্রাম কারাগারে আনা হয়। গতকাল আদালতের কার্যক্রম শেষে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মোশাররফ হোসেনকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়। গত ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।