দৈনিক আজাদীর প্রতিষ্ঠাতা ও সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবদুল খালেক ৬১তম মৃত্যুবার্ষিকীতে গতকাল সোমবার গাউসিয়া কমিটি কেন্দ্রীয় পর্ষদের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ মাহফিল, কবর জেয়ারত ও ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
আলোচনায় অংশ নেন, কেন্দ্রীয় পরিষদের মহাসচিব শাহাজাদ ইবনে দিদার, যুগ্মমহাসচিব মুহাম্মদ মাহাবুবুল হক খান, সাংগঠনিক সম্পাদক মাহবুব এলাহি সিকদার প্রমুখ। মুনাজাত পরিচালানা করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলেয়া মাদ্রাসার হোস্টেল সুপার মওলানা আবু তাহের। প্রেস বিজ্ঞপ্তি।