গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ঘিরে জারি করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর মহানগর পুলিশের কমিশনার নাজমুল করিম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা প্রত্যাহারের এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। খবর বিডিনিউজের।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গাজীপুর মহানগর পুলিশ আইনের ক্ষমতাবলে গত ১৮ ডিসেম্বর দুপুর ২টা থেকে বিশ্ব ইজতেমা ময়দানসহ আশপাশের তিন কিলোমিটারের মধ্যে জারি করা আদেশগুলো বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে প্রত্যাহার করা হল। কমিশনার নাজমুল করিম বলেন, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। মানুষ স্বাভাবিকভাবে চলা–ফেরা করবে এটা সাংবিধানিক অধিকার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা যেন আর মারামারি না করেন, এ ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন।
১৭ ডিসেম্বর রাতে ইজতেমার মাঠ দখল নিয়ে মাওলানা সাদ কান্ধলভী ও মাওলানা জুবায়ের পন্থিদের মধ্যে সংঘর্ষে চারজন নিহত ও দুই পক্ষের শতাধিক লোক আহত হন। এ ঘটনায় ওইদিনই দুপুর থেকে ইজতেমায় ময়দানসহ আশপাশের তিন কিলোমিটার এলাকাজুড়ে সভা–সমাবেশ–মিছিলের নিষেধাজ্ঞা জারি করে প্রশাসন।