তাবলীগের আমির মাওলানা সাদ কান্দলভীকে টঙ্গী বিশ্ব ইজতেমায় আসার জন্য ভিসা প্রদানের আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বরাবর চিঠি দিয়েছেন হেফাজতে ইসলামের প্রতিষ্ঠাতা নায়েবে আমির ও ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আল্লামা মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী। জামিয়াতুল উলুম আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক মুফতি ইজহার গতকাল মঙ্গলবার তার নিজস্ব প্যাডে লিখিত চিঠি প্রধান উপদেষ্টা বরাবর পাঠান। আল্লামা মুফতি ইজহার বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ৮ বছর পর্যন্ত মাওলানা সাদ কান্দলভীকে টঙ্গীর বিশ্ব ইজতেমায় আসতে দেয়নি। একটি ইহুদী চক্র তাবলীগের মধ্যে ফাটল সৃষ্টি করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। আলেমদেরকে ভুল বুঝিয়ে গ্রুপিং সৃষ্টি করে ইসলামের উপর আঘাত হানার লক্ষ্যে বিভেদ সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এসব অপচেষ্টাকে ব্যর্থ করে দিয়ে গ্রুপিং বাদ দিয়ে দ্বীন প্রতিষ্ঠার কাজে সবাইকে একযোগে দাওয়াতি কার্যক্রম চালিয়ে যেতে হবে। প্রধান উপদেষ্টা বরাবর পাঠানো চিঠিতে তিনি উল্লেখ করেন, মাওলানা সাদ কান্দলভী বাংলাদেশে আসা নিশ্চিত হলে অন্তত ২০ হাজার বিদেশি অতিথির উপস্থিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এদের মধ্যে ২–৩ হাজার আরব দেশগুলির রাজপরিবারের সদস্যরাও থাকবেন। বিগত সরকার তাবলীগের মধ্যে ফাটল সৃষ্টি করে নিজেদের ফায়দা হাসিল করেছে। এখন সময় বিবাদ বাদ দিয়ে পারস্পারিক শ্রদ্ধা প্রদর্শনের। প্রেস বিজ্ঞপ্তি।