চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ইছামতী নদীর মূল পাড় থেকে শতফুট অদূরে জেগে উঠা চরে ব্লক স্থাপন কার্যক্রম চালাচ্ছে পানি উন্নয়ন বোর্ড। এতে নদীর পানি প্রবাহ বন্ধ হয়ে নদীর নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশংকা করছেন স্থানীয়রা। এতে ভোগান্তিতে পড়বে এলাকার হাজার হাজার মানুষ। পাশাপাশি কৃষি জমি, স্থাপিত ব্লকও পানির স্রোতে তলিয়ে যাবে বলে অভিযোগ স্থানীয়দের। অকেজো হয়ে পড়বে ইছামতীর রোয়াজারহাট অংশে নির্মিত দ্বিতীয় ব্রিজ। এভাবে নদীর পানি প্রবাহ বন্ধ করে অপরিকল্পিত ব্লক স্থাপন, ইছামতী নদী সুরক্ষা, অবৈধ দখল রোধ ও বর্জ্য ফেলা বন্ধের দাবিতে রাঙ্গুনিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ইছামতী নদীর রোয়াজারহাটে রাঙ্গুনিয়া পৌরসভা ও সর্বস্তরের জনসাধারণের ব্যানারে চতুর্থ দিনের মতো এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পৌরসভার কাউন্সিলর তারেকুল ইসলাম চৌধুরী। বক্তব্য দেন রোয়াজারহাট ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক হালিম আব্দুল্লাহ, রাঙ্গুনিয়া কলেজ ছাত্র সংসদের ভিপি শহীদুল ইসলাম চৌধুরী সোহেল, যুবলীগ নেতা বেলাল হোসেন, জাকের হোসাইন, হাজী জফুর আলম, কাদের খান, ওসমান খান প্রমুখ। এসময় বক্তারা বলেন, অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা রক্ষা করে নদীর শতফুট মাঝখানে গিয়ে এসব ব্লক স্থাপনের পায়তারা চালানো হচ্ছে। এতে নদীর অবাধ পানি প্রবাহ বন্ধ হয়ে যাবে। রোয়াজারহাটের দ্বিতীয় ব্রিজের নিচে ইতিপূর্বে স্থাপিত ব্লকের সাথে মিলিয়ে যদি ব্লক বসানো হয় তবে নদীর পানি প্রবাহ অক্ষুণ্ন থাকবে এবং প্লাবন ও নদী ভাঙনের হাত থেকে রক্ষা পাবে এলাকাবাসী। এই বিষয়ে পানি উন্নয়ন বোর্ড কাপ্তাই পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, নদীর মূল প্রবাহ অক্ষুণ্ন রেখেই ব্লক স্থাপন করা হচ্ছে। যদি চর ড্রেজিং করে ব্লক স্থাপন করা হয় তবে রোয়াজারহাটের দুই ব্রিজের মাঝপথে যে আইল্যান্ড রয়েছে, তা পানির স্রোতে তলিয়ে যাবে এবং এই দুই ব্রিজই ক্ষতিগ্রস্ত হবে। চলমান ডিজাইনে ব্লক স্থাপন করা হলে নদীর পানি প্রবাহে ক্ষতিগ্রস্ত হবে না। অন্যদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদে তালিকা তৈরি করে তাদের নোটিশ দেওয়া হবে বলে তিনি জানান।