কর্ণফুলী উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন ইছানগর যুব সংঘের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল, কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সংগঠনের নিজস্ব কার্যলয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এসব কর্মসূচি পালন করেন সংগঠনটি। সংগঠনের সভাপতি শাহারিয়ার মাসুদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চলনায় প্রতিষ্ঠাবার্ষিকীর এসব নানা কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাকালীন সদস্য সরয়ার উদ্দিন কাজল, সাবেক সভাপতি শাহ আলম, সাবেক সভাপতি আলী হায়দার, সাবেক সাধারণ সম্পাদক ওয়াসিম, সাবেক সভাপতি ইকবাল, সালাউদ্দিন।
উপস্থিত ছিলেন উপদেষ্টা ফেরদৌস ওয়াহিদ, শামসুদ্দীন, ছাবের, মামুন, সদরঘাট সাম্পান মাঝি সমিতির সভাপতি এস এম পেয়ার আলী, কার্যকারী কমিটির সহ সভাপতি জাহেদ হাসান, যুগ্ম সম্পাদক আজগর পাপন, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন, অর্থ সম্পাদক জাহেদুল আলম, প্রচার সম্পাদক সেকান্দ হোসেন, সদস্য রিজন, সাহেদুর রহমান, জাহাঙ্গীর আলম, নেজাম উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।