আমার দুটো কবুতর আছে
আছে একটি টিয়ে,
সব সময় যে মেতে থাকি
তাদেরকে নিয়ে।
তাদের মধ্যে ভাব দেখে
অবাক হয়ে যাই,
ইচ্ছে করে যেন আমিও
পাখি হয়ে যাই।
আমার যদি থাকতো দু’টি
পাখির মতো ডানা,
ইচ্ছে মতো উড়তাম আমি
শুনতাম না কারো মানা।
আরাধ্য শ্যামশ্রী মিত্র (৩২,২২১) | বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ
