এ শক্তি আইনস্টাইন বা
নিউটনের ধার ধারে না।
নিরপেক্ষ বা পক্ষপাত
নৈর্ব্যক্তিক কোনো পরজীবী
ফর্মুলার গাণিতিক কোনো
ভর নেই এই শূন্যতার।
বায়ুহীন ভেসে থাকা বা
বেঁচে থাকা যাপিত ভুবন।
ফুলের বা ডাস্টবিনের
গন্ধ অর্থহীন..
ভোঁতা মেরুদণ্ডহীন
সরীসৃপের নাম
ইচ্ছা…।
ভালো মন্দ দুটোরি
একই স্টোরি।