একটা গণ্ডারকে উল্টো করে ঝুলিয়ে রাখলে তার দেহে কী প্রতিক্রিয়া হয়? এই আজব বিষয়ে গবেষণার জন্য একদল বিজ্ঞানীকে এ বছরের ব্যঙ্গাত্মক ইগ নোবেল পুরস্কার দেওয়া হয়েছে। একদল বিজ্ঞানী নামিবিয়ায় গিয়ে এই অভিনব পরীক্ষা চালিয়েছিলেন। বিজ্ঞানভিত্তিক রম্য পত্রিকা এ্যানালস অব ইমপ্রোব্যাবল রিসার্চ ইগ নোবেল দেয়। গণ্ডার সংক্রান্ত এই পরীক্ষাটি তাদের বিচারে পরিবহন গবেষণা ক্ষেত্রে নোবেল পুরস্কার পেয়েছে। আরো যারা এ পুরস্কার পেয়েছেন তারাও উদ্ভট বিষয় বেছে নেওয়ার দিক থেকে কম যান না। খবর বিবিসি বাংলার।
একটি দল গবেষণা করেছেন ফুটপাতে আটকে থাকা চুইংগামের ভেতরে যে ব্যাকটেরিয়া থাকে তা নিয়ে। আরেক দল গবেষকের বিষয় ছিল সাবমেরিনের মধ্যে তেলাপোকার উপদ্রব নিয়ন্ত্রণের উপায় কী। এবার শান্তি বিষয় ছিল, ঘুষির আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্যই বিবর্তনের মাধ্যমে মানুষের মুখে দাড়ি গজিয়েছে কিনা। ছিল আরো মজার সব বিষয়। ব্যঙ্গাত্মক এই নোবেল পুরস্কার আসল নোবেল পুরস্কারের মতো বিখ্যাত নয়। তবে একেবারে অখ্যাতও নয়। এটি দেওয়া হয় যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে। তাতে আসল নোবেল পুরস্কারপ্রাপ্তরা এসে ইগ নোবেল বিজয়ীদের পুরস্কার দেন। মহামারির কারণে এবার মজার অনুষ্ঠানটি হয়েছে অনলাইনে। পত্রিকাটির বক্তব্য, এই পুরস্কারের খবর পড়ে প্রথমে আপনি হাসবেন। তারপর এটি আপনাকে বিষয়টি নিয়ে ভাবতে বাধ্য করবে। গণ্ডারের গবেষণাটিও ঠিক তেমনি। ১২টি গণ্ডারকে ১০ মিনিট ধরে উল্টো করে ঝুলিয়ে রাখার মতো উদ্ভট কাজ আর কি হতে পারে? নামিবিয়ায় যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয়ের পশু চিকিৎসক রবিন র্যাটক্লিফ ও তার সহকারীরা জানতে চেয়েছিলেন, প্রাণীদের যখন পায়ে দড়ি বেঁধে হেলিকপ্টারে করে উড়িয়ে নেওয়া হয়, তা তাদের স্বাস্থ্যের ওপর কী প্রভাব ফেলে।
পুরস্কার হিসেবে ইগ নোবেলজয়ীরা পেয়েছেন একটি পিডিএফ প্রিন্টআউট, যা জোড়া দিয়ে নিজেদের ট্রফি বানিয়ে নিতে হবে। তাছাড়া ছিল নগদ অর্থ হিসেবে ১০ ট্রিলিয়ন ডলারের একটি জিম্বাবুয়েন জাল ব্যাংকনোট।