এনভায়রনমেন্ট কমিউনিটি এন্ড ওশান ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (ইকো ফাউন্ডেশন) গত জুন মাসে বিশ্ব পরিবেশ দিবস এবং বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য দুটি ভিন্ন বিষয়ের উপর স্বহস্তে লিখিত রচনা প্রতিযোগিতার আয়োজন করে। গত ২৭ অক্টোবর জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। একইসাথে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে আলোচনা সভা ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ড. ননী গোপাল দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ–পরিচালক ফরিদুল আলম। বিশেষ অতিথি ছিলেন ইকো ফাউন্ডেশনের সহ–সভাপতি প্রফেসর ড. মোহীত উল আলম এবং কোষাধ্যক্ষ হামিদা আক্তার। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ইফতেখার সাইমুন স্বাগত বক্তব্য রাখেন। বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন প্রধান সমন্বয়ক সুজন দেব। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব টিম লিডার শারমিন তুলি। ‘মরুকরণ রোধ এবং প্রাকৃতিক পরিবেশ সুরক্ষায় সমাজ ভিত্তিক বৃক্ষ রোপণের ভূমিকা’ শিরোনামে রচনা লিখে প্রথম স্থান অধিকার করেন হুমায়রা জান্নাত মারুয়া, দ্বিতীয় স্থান অধিকার করেন অর্চি মহাজন এবং তৃতীয় স্থান অধিকার করেন মাহমুদা রহমান। অন্যদিকে, ‘বঙ্গোপসাগরের প্রাকৃতিক সম্পদ এবং জাতীয় অর্থনীতিতে এর ভূমিকা ’ শিরোনামে রচনা প্রতিযোগিততায় ১ম স্থান অধিকার করেন সাদিয়া ফাহমিদা মুনি, দ্বিতীয় স্থান মোহাম্মদ নকিব উদ্দিন এবং তৃতীয় স্থান অধিকার করেন প্রিয়ন্তী দাশ। প্রেস বিজ্ঞপ্তি।