ইকোয়েভের ইকো কন্টেস্ট

| শনিবার , ১৫ জুন, ২০২৪ at ৮:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রামে তরুণদের সহশিক্ষা কার্যক্রমকে উজ্জীবিত করতে পরিবেশবাদী ও সমাজসেবী সংগঠন ইকোয়েভের উদ্যোগে আয়োজিত হলো ইকো কন্টেস্ট। সপ্তাহব্যাপী চলমান এই আয়োজনে সামাজিক যোগাযোগ মাধ্যমে অংশগ্রহণ করে প্রায় ৫শ তরুণতরুণী। এর মাধ্যমে চূড়ান্ত ২০ জনকে পুরস্কার ও সার্টিফিকেট প্রদান করা হয়। প্রথম হয়েছে অহনা বড়ুয়া, দ্বিতীয় মুনতাসির আবেদিন ও তৃতীয় হওয়ার গৌরব অর্জন করেছে এস এম ফারহান। গত বৃহস্পতিবার বারকোড ফুড জাংশনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বারকোড রেস্টুরেন্ট গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল হক। তিনি তরুণদের উদ্যোগে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ার ক্যানভাসের হেড অফ প্রোগ্রাম অফিসার জুনায়েদ হাবিব। সভাপতিত্ব করেন ইকোয়েভের ফাউন্ডার বিন ইয়ামিন অনি। তিনি তরুণদের জন্য আরও কাজ করার অঙ্গীকার দেন পাশাপাশি এই বর্ষায় চট্টগ্রামে প্লাস্টিকের বিনিময়ে ১০০০ গাছ বিনিময় করতে চান এবং এই উদ্যোগে সকলকে পাশে থাকার অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসীতাকুণ্ডে ভূমি সেবা সপ্তাহ সম্পন্ন
পরবর্তী নিবন্ধতথ্য-প্রযুক্তির সময়ে বিজ্ঞান শিক্ষার কোনো বিকল্প নেই