নগরীর সিডিএ এভিনিউতে মুরাদপুর এলাকায় বাণিজ্যিক ভবন ইকুইটি প্লাটিনাম সেন্টারের নির্মাণকাজ শুরু হয়েছে। সোমবার প্রকল্প এলাকায় গ্রাউন্ড ব্রেকিং এবং খতমে কোরআন ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে এই প্রকল্পের কাজ উদ্বোধন করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কাজী আইনুল হক। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মাহফুজুল হক, ভূমির মালিক তোফাজ্জল হক, স্থানীয় কাউন্সিলর মোরশেদ আলম এবং প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। প্রকল্পটি নকশা করেছেন ইকুইটির প্রধান স্থপতি উ থেন য়াইন। কোম্পানীর হেড অব সেলস জহিরুল আলম জুয়েল জানিয়েছেন, আগামী ২০২৪ সালের জুন মাসের মধ্যে প্রকল্পটির নির্মাণ কাজ সমাপ্ত করে হস্তান্তরের লক্ষ স্থির করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করতে ইকুইটি কর্তৃপক্ষ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছে। প্রেস বিজ্ঞপ্তি।