নগরীর খুলশী লেক ভ্যালি আবাসিক এলাকায় ৬ নং সড়কে আবাসিক প্রকল্প ইকুইটি নীলিমার নির্মাণ কাজ শুরু হয়েছে। গত সোমবার প্রকল্প এলাকায় গ্রাউন্ড ব্রেকিং এবং খতমে কোরআন ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রকল্পের আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন ইকুইটির ব্যবস্থাপনা পরিচালক কাজী আইনুল হক, চেয়ারম্যান মাহফুজুল হক, প্রধান স্থপতি উ থেন ইয়ান, ভূমির মালিক মোহাম্মদ আলী, কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী এবং প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা। কোম্পানির হেড অব সেলস্ জহিরুল আলম জুয়েল জানান, দক্ষিণখমুখী এই প্রকল্পে ১৬টি আধুনিক এ্যাপার্টমেন্ট নির্মাণ করবে ইকুইটি। এই প্রকল্পে ১৭২৬ বর্গফুট ও ১৬৯৭ বর্গফুট দুই ইউনিটের বিক্রয়যোগ্য অ্যাপার্টমেন্ট থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।











