ইকুইটি অরুণিমা নগরীর চকবাজার এলাকায় প্যারেডে মাঠের পূর্ব পাশে নির্মিত একটি নান্দনিক আবাসিক প্রকল্প। এটি ইকুইটির ৫৪ তম প্রকল্প, যা গত ২৭ ফেব্রুয়ারি মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। অনুষ্ঠানে অ্যাপার্টমেন্টের মালিকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ২৪.৩৪ কাঠার উপর নির্মিত ১৫তলা বিশিষ্ট ৬৩ ইউনিটের দৃষ্টিনন্দন আবাসিক ভবনটির স্থপতি রফিক আজম। ইকুইটরি প্রধান স্থপতি উ থেন য়াইন অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, ভবনের বহিরাংশ ও ভেতরের অংশের মধ্যে সেতু বন্ধন তৈরি করা এবং সামনের দিকের পরিব্যর্তিত ইতিবাচক স্পেস সৃষ্টি করা ভবনটির উল্লেখযোগ্য বৈশিষ্ট।
ইকুইটির ব্যবস্থাপনা পরিচালক কাজী আইনুল হক তার বক্তব্যে বলেন, ইকুইটি অরুণিমার স্থাপত্যশৈলির কারণে অনন্য সাধারণ একটি আবাসিক প্রকল্প। প্রজেক্টের প্রতিটি এপার্টমেন্টের খোলামেলা ডিজাইনের কারণে আলো এবং বাতাসের চলাচল সার্বক্ষণিক। দিনের বেলায় কোথাও আলো জ্বালানোর প্রয়োজন পড়বে না। নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক মূল্যবৃদ্ধির পরেও মানের ব্যপারে কোনো আপোষ করা হয়নি। ইকুইটি অন্য সকল প্রকল্পের মতো বিক্রয়োত্তর সেবার নিশ্চয়তা প্রদান করে।
সভায় ইকুইটি হোল্ডিংসের উপ–ব্যাবস্থাপনা পরিচালক বলেন, কিছু নতুন সুন্দর আবাসন তৈরি করে দিতে পারি, যেখানে মানুষ সুখে থাকতে পারে। সভায় আরো উপস্থিত ছিলেন ইকুইটি অরুণিমা এসোসিয়েশনের সভাপতি বিলকিস আখতার চৌধুরী, সেক্রেটারী দিপন চক্রবর্তী, কোষাধ্যক্ষ মুনিরুল মান্নান, ইকুইটির কার্যনির্বাহী পরিচালক এস এম মোরশেদ জাফর ও হেড অব সেলস্ জহিরুল আলম জুয়েল। প্রেস বিজ্ঞপ্তি।