ইকুইটি অপরাজিতা প্রকল্প গ্রাহকদের হস্তান্তর

| সোমবার , ২৮ মার্চ, ২০২২ at ৬:১২ পূর্বাহ্ণ

নগরীর মুরাদপুরে ইকুইটি অপরাজিতা ২৪ মার্চ গ্রাহকদের কাছে হস্তান্তর করা হয়েছে। স্থপতি উ থেন য়াইনের নকশায় নির্মিত ইকুইটি অপরাজিতার মাল্টিপারপাস হলে হস্তান্তর অনুষ্ঠানে এপার্টমেন্টের মালিকরা, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুলকবহর ওয়ার্ড কমিশনার মোরশেদ আলম উপস্থিত ছিলেন। ১০.৫২ কাঠার উপর নির্মিত এই প্রকল্প নিয়ে প্রধান স্থপতি তার বক্তব্যে প্রকল্পটির সকল সুযোগ সুবিধা, চারদিকে পর্যাপ্ত আলো, বায়ু চলাচলের সুব্যবস্থার কথা উল্লেখপূর্বক এই প্রকল্পটির নানাবিধ সুযোগ সুবিধার কথা তুলে ধরেন। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক কাজী আইনুল হক যথাযথ নাগরিক দায়িত্ব মেনে সৌহার্দপূর্ণ পরিবেশে একত্রিত হয়ে বসবাস করার আহবান জানান। অনুষ্ঠানে ইকুইটি অপরাজিতা ওনার্স ওয়েল ফেয়ার সোসাইটির সভাপতি শওকত ওসমান, সেক্রেটারি মোহম্মদ দিদারুল ইসলাম ও ওয়ার্ড কমিশনার মোরশেদ আলম বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইকুইটির চেয়ারম্যান মাহফুজুল হক, নির্বাহী পরিচালক এমএম মোরশেদ জাফর ও হেড অফ সেলস্‌ এস এম জহিরুল আলম জুয়েল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধউৎসবমুখর পরিবেশে সিআইইউতে ওপেন ডে
পরবর্তী নিবন্ধলোহাগাড়ায় অবৈধ ৬ করাতকল সিলগালা