ইএফডি ভ্যাট চালান কেটে লটারি বিজয়ী তিনজনকে পুরস্কার প্রদান

আজাদী প্রতিবেদন | বুধবার , ৩০ মার্চ, ২০২২ at ১:২৬ অপরাহ্ণ

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসে (ইএফডি) ভ্যাট চালান কেটে লটারিতে বিজয়ী হওয়া তিনজনকে পুরস্কারের চেক তুলে দিয়েছে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্তৃপক্ষ। গতকাল ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বিজয়ীদের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন। বিজয়ীরা হলেন মীরসরাইয়ের দিদারুল আলম, ডবলমুরিংয়ের সুমাইয়া আক্তার ও সাতকানিয়ার মোরশেদ আলম।
ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, ভ্যাট প্রদানে সচেতনতা তৈরি করা এবং উৎসাহ প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুরস্কার দিচ্ছে। এছাড়া আমরা চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ভ্যাট মেলা, ভ্যাট বুথ ও ভ্যাট স্ট্যান্ডের মাধ্যমে ইএফডি প্রচারণার পাশাপাশি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ও প্রমিত বাংলায় ক্রিকেট সেলিব্রেটি আকরাম খানকে দিয়ে প্রচারণামূলক পোস্টার দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করেছি। সচেতন নাগরিকরা ইএফডি চালান সংগ্রহ ও সংরক্ষণ করে একদিকে যেমন নিজেদের দেয়া মূসক সরকারি কোষাগারে জমা নিশ্চিত করছেন, অন্যদিকে লটারি বিজয়ী হয়ে পুরস্কার জিতে নিচ্ছেন। এটি একটি ভালো দিক।

পূর্ববর্তী নিবন্ধমাতারবাড়িতে ভূমি অধিগ্রহণে ক্ষতিপূরণের চেক বিতরণ
পরবর্তী নিবন্ধবিসিএস ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন