ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসে (ইএফডি) ভ্যাট চালান কেটে লটারিতে বিজয়ী হওয়া তিনজনকে পুরস্কারের চেক তুলে দিয়েছে চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্তৃপক্ষ। গতকাল ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বিজয়ীদের হাতে ১০ হাজার টাকার চেক তুলে দেন। বিজয়ীরা হলেন মীরসরাইয়ের দিদারুল আলম, ডবলমুরিংয়ের সুমাইয়া আক্তার ও সাতকানিয়ার মোরশেদ আলম।
ভ্যাট কমিশনার মোহাম্মদ আকবর হোসেন বলেন, ভ্যাট প্রদানে সচেতনতা তৈরি করা এবং উৎসাহ প্রদানের জন্য জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) পুরস্কার দিচ্ছে। এছাড়া আমরা চট্টগ্রাম কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ভ্যাট মেলা, ভ্যাট বুথ ও ভ্যাট স্ট্যান্ডের মাধ্যমে ইএফডি প্রচারণার পাশাপাশি চট্টগ্রামের আঞ্চলিক ভাষা ও প্রমিত বাংলায় ক্রিকেট সেলিব্রেটি আকরাম খানকে দিয়ে প্রচারণামূলক পোস্টার দিয়ে জনগণকে উদ্বুদ্ধ করেছি। সচেতন নাগরিকরা ইএফডি চালান সংগ্রহ ও সংরক্ষণ করে একদিকে যেমন নিজেদের দেয়া মূসক সরকারি কোষাগারে জমা নিশ্চিত করছেন, অন্যদিকে লটারি বিজয়ী হয়ে পুরস্কার জিতে নিচ্ছেন। এটি একটি ভালো দিক।