ইএফডিতে ভ্যাট দিয়ে পুরস্কার পেলেন দুইজন

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ সেপ্টেম্বর, ২০২২ at ১০:৫৬ পূর্বাহ্ণ

ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইসে (ইএফডি) ভ্যাট চালান কেটে পুরস্কার জিতেছে চট্টগ্রামের দুই ব্যক্তি। গতকাল আগ্রাবাদে কাস্টমস্‌ এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, চট্টগ্রামের চট্টলা বিভাগের বিভাগীয় কর্মকর্তা আব্দুল বাতেন বিজয়ী দুইজনের হাতে পুরস্কারের চেক তুলে দেন। লটারিতে দ্বিতীয় পুরস্কার ২৫ হাজার টাকা জিতেছেন চান্দগাঁওয়ের মো. সোহেল ও চকবাজারের নাঈমুল ইসলাম।
আবদুল বাতেন বলেন, ইএফডি চালান নিলে জনগণ প্রদত্ত ভ্যাটে সরকারের রাজস্ব সুরক্ষিত হয়। সাধারণত পুরস্কার বিজয়ীদের খুঁজে পাওয়া যায় না। দেখা যাচ্ছে যাদের পাওয়া গেছে, তারা বেশির ভাগই চট্টগ্রামের। এতে প্রতীয়মান হয় যে চট্টগ্রামের ইএফডি সংক্রান্ত প্রচারণা ফলপ্রসু হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিয়ন্ত্রণ হারিয়ে লরিতে সিএনজির ধাক্কা, নিহত ১
পরবর্তী নিবন্ধএসএসসি পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করার অনুরোধ সুজনের