নগরীর মোহরায় একটি আধুনিক টিভিইটি কমপ্লেক্স নির্মাণের জন্য এ কে খান কোম্পানি ইউসেপ বাংলাদেশকে ১৫৬ শতক এবং গতকাল ২৬ শতক জমি দান করেন। টিভিইটি কমপ্লেক্সে থাকবে আধুনিক পলিটেকনিক্যাল ইনস্টিউট, টিভিইটি ইনস্টিটিউট, আধুনিক ল্যাবরেটরি, আইসিটি ল্যাবরেটরি, ছাত্রাবাস, অডিটোরিয়াম ইত্যাদি। উল্লেখ্য, আধুনিক টিভিইটি কমপ্লেক্সটি এ কে খান কোম্পানির অর্থায়নে নির্মাণ করা হবে।
গত ১২ মে সন্ধ্যায় নগরীর বাটালি হিলস্থ এ কে খান কোম্পনির বাসভবনে জমির দানপত্র হস্তান্তর উপলক্ষে এক অনাড়ম্বর অনুষ্ঠানে এ কে খান কোম্পানির পক্ষে এ কে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দিন কাশেম খান জমির দানপত্র দলিল ইউসেপ বাংলাদেশের নির্বাহী পরিচালক, সাবেক মুখ্য সচিব জনাব ড. মোঃ আব্দুল করিমের হাতে তুলে দেন। এ সময় এ কে খান কোম্পানির পক্ষে চীফ অপারেটিং অফিসার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) মো. সানাউল হক, শফিউল আলম, সাইফুল ইসলাম, আবুল বাশার এবং ইউসেপ বাংলাদেশ চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার জয় প্রকাশ বড়ুয়া, বিজয় দে উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।